ভিতরে

রাঙ্গামাটিতে দুঃস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলার বরকল উপজেলার দুঃস্থ ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময়  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া অসহায়, দারিদ্র ও দুঃস্থদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অসহায় ও অসচ্ছল মানুষদের পুনর্বাসনসহ দারিদ্র্যমুক্ত দেশ গড়ার মধ্যদিয়ে একটি শিক্ষিত সমাজ উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে বরকল উপজেলার ৪৭ জন দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মাগুরায় ১৪৪ জন রোগীর মধ্যে অনুদানের চেক বিতরণ

ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণে নিহত ১ আহত ৩