ভিতরে

হোমনায় ৬ হাজার টাকা জরিমানা আদায়

জেলার হোমনায় কঠোর বিধিনিষেধ অমান্য করে যানবাহন চলাচল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা, মোটর সাইকেলে অহেতুক ঘোরাফেরা করা, ড্রাগ লাইসেন্স ব্যতিত ফার্মেসি চালনার অপরাধসহ মোট ১২ টি মামলায় ৬ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার দড়িচর, দুলালপুর এবং দৌলতপুরে ভ্রাম্যামাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বাসসকে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি বিধিনিষেধ অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ টি মামলায় ৬ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

তিতাসে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে ৯৭ টিকা কেন্দ্র প্রস্তুত