ভিতরে

লালমাইয়ে স্বেচ্ছাসেবীরা ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে

জেলার লালমাই উপজেলার অর্ধশতাধিক অক্সিজেন ফেরিওয়ালা বিনামূল্যের অক্সিজেন সেবা নিয়ে করোনা রোগী বা শ্বাসকষ্ট রোগীদের পাশে দাঁড়িয়েছেন। হেল্পলাইনে ফোন আসলেই স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ছুটছেন।
জানা যায়, করোনা সংক্রমণ বাড়তে থাকায় ‘সেভ লালমাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন লালমাই উপজেলায় বিনামূল্যের অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করে। ৩৫টি সিলিন্ডার দিয়ে এ পর্যন্ত তারা রোগীর বাড়ি পর্যায়ে অক্সিজেন সেবা দিয়েছেন ৯০ জনকে এবং বাগমারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন করোনা রোগী কে ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। 
‘সেভ লালমাই’ প্রধান পরিচালক ইমাম হোসাইন বাসসকে বলেন, লালমাইবাসী কে ফ্রি অক্সিজেন সেবা দিতে আমরা ৩৫ টি সিলিন্ডার ক্রয় করেছি। প্রয়োজনে আরো সিলিন্ডার ক্রয় করবো। কিন্তু এলাকাবাসীকে অক্সিজেনের অভাবে মরতে দিতে পারিনা।
এ বিষয়ে লালমাই উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার উল্যাহ বাসসকে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছেন। সেভ লালমাইসহ কয়েকজন প্রবাসী ও সমাজসেবী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন। 
লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বাসসকে বলেন,  উপজেলা প্রশাসনের অনুরোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ লালমাই’ হাসপাতালে ৫টি সিলিন্ডার দিয়েছে, আরো ৫টি দিবে। এ উপজেলায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী ফ্রি অক্সিজেন সেবায় এগিয়ে এসেছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

অস্ট্রেলিয়াকে ১২১ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ

তিতাসে ছাত্রলীগের ত্রাণ বিতরণ