ভিতরে

তুরস্কে দাবানলে নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তুরস্কের অ্যান্টালিয়ায় বনে সংঘটিত  দাবানলে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ড. মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ম্যাভলুট ক্যাভোস্গোলুর কাছে পাঠানো আজ এক বার্তায় এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বার্তায় তিনি বলেন, ‘তুর্কি জনগণের এ দুঃসময়ে আমরা তাদের পাশে রয়েছি এবং তাদের জন্য আমরা প্রার্থনা করছি। এঘটনায় আহতের দ্রুত সুস্থতাও কামনা করছি।’
পররাষ্ট্রমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের সদস্যদের সাহস ও মনোবল অটুট থাকতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিল প্রাণ-আরএফএল গ্রুপ

বঙ্গবন্ধু শোষকের গণতন্ত্র নয় বরং শোষিতের গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন