ভিতরে

অস্ট্রেলিয়াকে ১২১ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান করেছে অস্ট্রেলিয়া। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে সমতা আনার লক্ষ্যে টস জিতে এবার প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। এ ম্যাচেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার জশ ফিলিপ ও অ্যালেক্স ক্যারি। ৫ দশমিক ৪ ওভারে ৩১ রানের মধ্যে বিদায় নেন এই দুই ওপেনার। 
তৃতীয় ওভারে দলীয় ১৩ রানে ক্যারিকে বিদায় দেন অফ-স্পিনার মাহেদি হাসান। নাসুম আহমেদকে ক্যাচ দেয়ার আগে ১১ রান করেন ক্যারি। গতকাল প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ক্যারিকে বোল্ড করেছিলেন মাহেদি। 
ফিলিপকে ১০ রানের বেশি করতে দেননি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাকে বোল্ড করেন ফিজ। 
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মিচেল মার্শ ও মইসেস হেনরিক্স। শুরুতে সর্তকার সাথে খেললেও, পরবর্তীতে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন তারা। ১৪তম ওভারে অস্ট্রেলিয়ার রান রেট ৬ এর উপর নিতে পারেন মার্শ ও হেনরিক্স। তার আগ পর্যন্ত ৬ এর নিচেই ছিলো। 
তবে ১৫তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৮ রানে এই জুটিতে ভাঙ্গন ধরান বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩০ রান করা হেনরিক্সকে বোল্ড করেন সাকিব। তৃতীয় উইকেটে মার্শের সাথে ৫২ বলে ৫৭ রান করেন হেনরিক্স। 
দলীয় রান তিন অংকে পৌঁছানোর আগে থেমে যায় মার্শের ইনিংসও। বাঁ-হাতি পেসার শরিফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্শ। ৫টি চারে ৪২ বলে ৪৫ রান করেন মার্শ। তখন অস্ট্রেলিয়ার স্কোর ৯৯ রান। ইনিংসের ২৩ বল বাকী ছিলো। 
এরপর ১৮তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন আগারকে শিকার করেন মুস্তাফিজ। ওয়েড ৪ ও আগার শুন্য রানে ফিরেন। হ্যাট্টিকের সুযোগ তৈরি হলেও, ওয়াইড দিয়ে সুযোগ হারান ফিজ। নিজের তৃতীয় ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
পরের ওভারে ৩ রান করা  আ্যাস্টন টার্নারকে আউট করে   অস্ট্রেলিয়ার সপ্তম ও নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন শরিফুল। 
শেষ দিকে দুই অপরাজিত ব্যাটসম্যান মিচেল স্টার্কের ১৩ ও এন্ড্রু টাইয়ের ৩ রানের সুবাদে ১২১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 
বাংলাদেশের মুস্তাফিজ ২৩ রানে ৩ উইকেট নেন। শরিফুল ২টি, মাহেদি-সাকিব ১টি করে উইকেট নেন। 
স্কোর কার্ড : 
অস্ট্রেলিয়া ইনিংস :
অ্যালেক্স ক্যারি বোল্ড ব মুস্তাফিজ ১০
জশ ফিলিপ ক নাসুম ব মাহেদি ১১
মিচেল মার্শ ক নুরুল ব শরিফুল ৪৫
মইসেস হেনরিক্স বোল্ড ব সাকিব ৩০
ম্যাথু ওয়েড বোল্ড ব মুস্তাফিজ ৪
অ্যাস্টন টার্নার ক মাহমুদুল্লাহ ব শরিফুল ৩
অ্যাস্টন আগার ক নুরুল ব মুস্তাফিজ ০  
মিচেল স্টার্ক অপরাজিত ১৩
এন্ড্র টাই অপরাজিত ৩
অতিরিক্ত (লে বা-১, ও-১) ২
মোট (২০ ওভার, ৭ উইকেট) ১২১
উইকেট পতন : ১/১৩ (ক্যারি), ২/৩১ (ফিলিপ), ৩/৮৮ (হেনরিক্স), ৪/৯৯ (মার্শ), ৫/১০৩ (ওয়েড), ৬/১০৩ (আগার), ৭/১০৬ (টার্নার)।
বাংলাদেশ বোলিং :
মাহেদি হাসান : ৩-০-১২-১,
নাসুম আহমেদ : ৪-০-২৯-০,
সাকিব আল হাসান : ৪-০-২২-১,
মুস্তাফিজুর রহমান : ৪-০-২৩-৩ (ও-১),
শরিফুল ইসলাম : ৪-০-২৭-২,
সৌম্য সরকার : ১-০-৭-০।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আগামীকাল শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করবে আবাহনী

লালমাইয়ে স্বেচ্ছাসেবীরা ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে