ভিতরে

চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু

চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৮৫ জনের। মৃত্যু হয়েছে ১১ জনের।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭১ জন। শনাক্তের মধ্যে নগরে ৬২ হাজার ৭৮০ জন। উপজেলায় ২১ হাজার ৯১ জন। নতুন ১১ মৃত্যুর মধ্যে ৪ জন নগরে, ৭ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৯৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯২ জন নগরের। উপজেলায় মারা গেছেন ২৯৩ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২ হাজার ৭১৬ জনের নমুনা পরীক্ষায় ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৯২ জন। উপজেলায় ২৯৩ জন।
বর্তমানে নগরের পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন, ভারতীয় ধরণে (ডেল্টা প্রজাতি) চট্টগ্রামে সংক্রমণ হার বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে আইসিইউ শয্যা চেয়ে পোস্ট দিচ্ছেন অনেকেই। এছাড়া অক্সিজেন সিলিন্ডার চেয়ে পোস্ট দিচ্ছে মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।
উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে- রাঙ্গুনিয়া ৫৭, লোহাগাড়া ২২, সাতকানিয়া ১১, বাঁশখালী ১৫, আনোয়ারা ১৪, চন্দনাইশ ৩, পটিয়া ৪৪, বোয়ালখালী ৩১ , রাউজান ১৫, ফটিকছড়ি ২৭ , হাটহাজারী ৪ , সীতাকু- ১৬ , মিরসরাই ১৩  ও সন্দ্বীপে ২১ জন।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২০ নমুনায় কারও করোনা শনাক্ত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২৫ নমুনায় ১৭৬ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৬০ নমুনায় ৭৩, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪১৩ নমুনায় ১২৮ জন, এন্টিজেন টেস্টে ১ হাজার ৭৩ নমুনায় ৩৩২ জন, শেভরনে ৩৩০ নমুনায় ৮৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫২ নমুনায় ২৪ জন, আরটিআরএল ল্যাবে ৩৫ নমুনায় ১৪ জন, মেডিকেল সেন্টারে ৬০ নমুনায় ৩২ ও এপিক হেলথ কেয়ারে ১২৫ নমুনায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩ নমুনায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।
বিআইটিআইডি ল্যাবে ৩৩৮ নমুনায় ১৪৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭৬ নমুনায় ১৮৪, এন্টিজেন টেস্টে ১ হাজার ৪৮ নমুনায় ২৮১ , ইমপেরিয়াল হাসপাতালে ৩২৪ নমুনায়  ১৫২ , শেভরনে ৩৩৪ নমুনায় ৬৩ , আরটি আর এল ল্যাবে ১৪ নমুনায় ১৩ , মেডিকেল সেন্টারে ৬৮ নমুনায় ৩৮  ও এপিক হেলথ কেয়ারে ১৭১ নমুনায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিলেট বিভাগে করোনায় মৃত ১৪, আক্রান্ত ৮৫৩ জন

৭ আগস্ট থেকে গণটিকাদান কার্যক্রম শুরু করবে চট্টগ্রাম সিটি করপোরেশন