ভিতরে

কুমিল্লায় ২শ’ তাল গাছের চারা রোপণ

পরিবেশ বান্ধব, বজ্রপাত-জীববৈচিত্র রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুরে ২শ’ তাল গাছের চারা রোপণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় তাল গাছের চারা রোপণ কাজের উদ্ধোধন করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা শুভাশিস ঘোষ।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভাশিস ঘোষ বাসসকে বলেন, পরিবেশ বান্ধব, বজ্রপাত-জীববৈচিত্র রক্ষা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে পরিকল্পনায় নেয়া হয়েছে গ্রামীণ সড়ক ও খালের দুই পাশে তাল গাছ রোপণ প্রকল্প। তাল গাছ রোপণের ফলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
তালগাছ রোপণের সময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চৌয়ারা ইউনিয়ন পরিষদ সচিব মতিউর রহমান প্রমুখ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কুমিল্লায় পুলিশের উদ্যোগে অক্সিজেন সেবা

ময়মনসিংহে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান