ভিতরে

যশোর শিক্ষাবোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। 
আজ (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন ।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ছবি, বঙ্গবন্ধু’র লেখা বিভিন্ন বই, বঙ্গবন্ধু’র জীবনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন দর্শনচিন্তা, সমাজচিন্তা, রাষ্ট্রচিন্তা, অর্থনীতি, প্রবন্ধগুচ্ছ, কবিতাগুচ্ছ, ছড়াগুচ্ছ, মহান স্বাধীনতার ঘোষণাপত্রসহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ ও ছবির সমাহার করা হয়েছে। 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যানদ্বয় প্রফেসর আমিরুল আলম খান ও প্রফেসর আব্দুল মজিদ। অনুষ্ঠানের আহবায়ক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগি অধ্যাপক সমীর কুমার কুন্ডুর সভাপতিত্বে ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন- শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এইচ আর আলী আর রেজা প্রমুখ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বরুড়ায় ১৫০ অক্সিজেন সিলিন্ডার প্রদান

গোপালগঞ্জে শোকের মাসের প্রথমদিনে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন