ভিতরে

সাত মাসেই বিশ্বরেকর্ড করে ফেললেন রিজওয়ান

টি-টুয়েন্টি ক্রিকেটে এক বছরের মধ্যে  সাত মাসের মধ্যেই  সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড করে ফেললেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। চলতি বছর শেষ হয়েছে সাত মাস। এই সাত মাসে টি-টুয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের  মালিক রিজওয়ান। 
এখন পর্যন্ত ১৫ ম্যাচের ১৪ ইনিংসে ৭৫২ রান করেছেন রিজওয়ান। তার ব্যাট থেকে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি আসে। ব্যাটিং গড়- ৯৪। 
গত রাতে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে ৪৬ রান করেন রিজওয়ান। এই ইনিংস খেলার পথে বিশ্বরেকর্ডের মালিক হন তিনি।
এতোদিন এই বিশ্বরেকর্র্ডের মালিক ছিলেন আয়ারল্যান্ডের পল স্ট্রার্লিং। ২০১৯ সালে ২০ ম্যাচের ২০ ইনিংসে ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭৪৮ রান করেছিলেন স্ট্রার্লিং। এবার সেই বিশ্বরেকর্ড দখলে নিলেন রিজওয়ান। 
এ বছর শেষ হতে এখনো পাঁচ মাস বাকী আছে। বর্তমান ফর্ম অব্যাহত থাকলে বছর শেষে রিজওয়ানের পাশে রানের সংখ্যাটা আরও বেশি দেখাবে এতে কোন সন্দেহ নেই।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

প্রধান নির্বাচকের দায়িত্বে বেইলি

অলিম্পিক-সাঁতার : ড্রেসেলের পঞ্চম স্বর্ণ, ইতিহাস গড়লেন ম্যাককিওন