ভিতরে

কেরাণীগঞ্জের পৃথকস্থানে দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

রাজধানীর কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের উদ্যোগে বিনামূল্যে র‌্যাপিড ডেঙ্গু টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 
আজ শনিবার জিনজিরা হামিদুর রহমান কমিউনিটি সেন্টার ও চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রমুখ।  
অপরদিকে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার দুপুরে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় র‌্যাপিড ডেঙ্গু টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. মশিউর রহমান, শুভাড্যা ইউনিয়ন পরিয়দ চেয়াম্যান হাজী মো. ইকবাল হোসেন প্রমুখ।
উদ্বোধনী দিনে প্রায় ১৪০ জন মানুষের দেহে ডেঙ্গু সনাক্তকরণে তাদের রক্ত সংগ্রহ করা হয়। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নেই এই কার্যক্রম চলবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লোকজ সংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

ফাইভ-জি’র উপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব গড়ে উঠবে : টেলিযোগাযোগ মন্ত্রী