ভিতরে

সিলেট বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪০ জন

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত একদিনে নয়জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩৪০ জন।
আজ শনিবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে গত একদিনে মৃত ৯ জনের মধ্যে সিলেট জেলার ৮ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৬৯৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৫৪, সুনামগঞ্জের ৪৯, হবিগঞ্জের ৩০ ও মৌলভীবাজার জেলার ৬০ জন রয়েছেন। 
এদিকে, গত একদিনে করোনায়  আক্রান্ত ৩৪০ জনের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ২০৯ জন, সুনামগঞ্জ ৩২, হবিগঞ্জ ৪৪ ও মৌলভীবাজার জেলার ৫৫ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ৯৫৩ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৩৪০ জনের ফলাফল করোনা পজিটিভ আসে, সংক্রমণের হার ৩৫ দশমিক ৬৮ শতাংশ।  আগের দিন আক্রান্তের হার ছিলো ৪৩ দশমিক ৭৫ শতাংশ। এনিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ৩৯ হাজার ৪৫৬ জন। 
অপরদিকে, গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৮ জন। বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ৩০ হাজার ৫৩৮ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মুকসুদপুরে স্কুলব্যাগ ও সাইকেল বিতরণ

চট্টগ্রামে টিকটকার নারী ছিনতাইকারী গ্রেফতার