ড্রাগ টেস্টে ধরা পড়ে টোকিও গেমস থেকে বাদ পড়েছেন নাইজেরিয়ান স্প্রিন্টার ব্লেসিং ওকাবারে। টোকিও অলিম্পিকের ট্র্যাক এন্ড ফিল্ডে এটাই প্রথম ড্রাগ টেস্টে ধরা পড়ে কোন এ্যাথলেটের বাদ পড়ার প্রথম ঘটনা। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
এ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার নারীদের ১০০ মিটার হিটে প্রথম হয়েছিলেন ওকাবারে। এর আগে গত ১৯ জুলাই সব এ্যাথলেটদের ড্রাগ টেস্ট করা হয়, সেখানেই তার শরীরে নিষিদ্ধ ঔষুধের সন্ধান মিলেছে। যে কারনে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেবার ঘোষনা দেয়া হয়। শুক্রবার ১১.০৫ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছিলেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী এই ৩২ বছর বয়সী এ্যাথলেট।
ভিতরে খেলা
ড্রাগ টেস্টে ধরা পড়ে টোকিও গেমস থেকে ছিটকে গেলেন নাইজেরিয়ান স্প্রিন্টার ব্লেসিং
