ভিতরে

কৌশলগত স্থিতিশীলতা বিষয়ে রাশিয়ার সাথে আলোচনার ব্যাপারে বাইডেন আশাবাদী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা বিষয়ে আলোচনার ব্যাপারে আশাবাদী। 
এ সপ্তাহের গোড়ার দিকে জেনেভায় তাদের মধ্যে এ সংক্রান্ত প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। 
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তাসের এক সংবাদদাতা প্রথম দফার ওই আলোচনার ব্যাপারে তিনি সন্তুষ্ট কিনা- জানতে চাইলে বাইডেন এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।
এ মার্কিন নেতা তার ডান হাতের বুড়ো আঙ্গুল উত্তোলন করে বলেন, ‘আমরা আলোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছি।’ এ ব্যাপারে আর কোন উত্তর দেয়া থেকে তিনি বিরত থাকেন।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত স্থিতিশীলতার প্রথম দফার সরাসরি আলোচনা বুধবার জেনেভায় অনুষ্ঠিত হয়।
বুধবার মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়, জেনেভায় রাশিয়ার সাথে কৌশলগত স্থিতিশীলতার ব্যাপারে মার্কিন প্রতিনিধি দল নিরাপত্তা বলয়ের পরিস্থিতি এবং ‘নতুন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
জেনেভায় বৈঠকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ। অপরদিকে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শার্মেন। ২০২১ সালে কৌশলগত স্থিতিশীলতা বিষয়ে এটি ছিল তাদের মধ্যে প্রথম দ্বি-পাক্ষিক আলোচনা।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চীনে ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

রুয়ান্ডা রাজধানী থেকে কোভিড লকডাউন তুলে নিয়েছে