ভিতরে

সিডনি পুলিশ লকডাউন কার্যকর করার ক্ষেত্রে সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে

অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে করোনা সংক্রমণ মোকাবেলায় সেখানকার পুলিশ বৃহস্পতিবার লকডাউন কার্যকর করার ক্ষেত্রে সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে।
কমিশনার মিক ফুলার বলেন, নিউ সাউথ ওয়েলস পুলিশ অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর ৩০০ সদস্য মোতায়েন করার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
সিডনির বাসিন্দাদের কেবলমাত্র শরীর চর্চা, চিকিৎসা ও খাবারের মতো প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার মতো কাজে তাদের বাড়ি থেকে বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। তবে সিডনীর আশেপাশের সৈকতে লোকেদের কফি পান ও বন্ধুদের সাথে গল্পগুজবে মুখরিত হয়ে উঠতে দেখা যাচ্ছে।
সামাজিক দূরত্বের নিয়মগুলো না মানায় পুলিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার প্রয়াস জোরদার করার জন্য তাদেরকে আরো ক্ষমতা দেয়ার অনুরোধ জানিয়েছে। পুলিশ বিধিনিষেধ লঙ্ঘনকারীদের জরিমানা করছে।
এদিকে, গত সপ্তাহান্তে কয়েক হাজার মানুষ সিডনির কেন্দ্রস্থলে জড়ো হয়ে কঠোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছে, সিডনিতে আরো ২৩৯ জন সংক্রমিত হয়েছে। এ নিয়ে সেখানে মোট ২৮১০ জন সংক্রমিত হয়েছে।
অস্ট্রেলিয়ান জনসংখ্যার ১৪ শতাংশেরও কম লোক টিকা নিয়েছে। তাই, সিডনির লকডাউন আরও কয়েক মাস ধরে চলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লেবাননে দাবানলে কিশোরের প্রাণহানি

নতুন মুদ্রানীতিতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিশেষ গুরুত্ব পেলো