ভিতরে

সিলেট বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু

সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ৬৬০ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, গত একদিনে মৃত ১২ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ ১ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুবরণ করেন ৬৬৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২৪ জন, সুনামগঞ্জের ৪৯, হবিগঞ্জের ৩০ জন ও মৌলভীবাজার জেলার ৫৬ জন রয়েছেন। এদিকে গত একদিনে করোনায়  আক্রান্ত ৬৬০ জনের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৩৮৬ জন, সুনামগঞ্জ ১৩০ জন, হবিগঞ্জ ৫৩ ও মৌলভীবাজার জেলার ৯১ জন রয়েছেন। 
বিভাগে গত একদিনে মোট ১ হাজার ৬৩০ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৬৬০ জনের ফলাফল করোনা পজিটিভ আসে, এতে বিভাগে সংক্রমনের শতকরা হার হচ্ছে ৪০.৪৯ ভাগ। 
এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট প্রমাণিত রোগীর সংখ্যা হচ্ছে  ৩৮ হাজার ৩১৪ জন। 
অপরদিকে গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩৩৩ জন। এনিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থের সংখ্যা হচ্ছে ২৯ হাজার ৯০৭ জন।
গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন রোগী, এনিয়ে বর্তমানে মোট হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন ৩৮৯ জন।
অপরদিকে গত একদিনে বিভাগে আরও ১৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫৯৪ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হাসপাতালে রোগী পৌঁছাতে চট্টগ্রামে ডবলমুরিং থানার ফ্রি পরিবহন সেবা চালু

চারদিনের টানা বৃষ্টিপাতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা