ভিতরে

ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বরগুনায় আমনের বীজতলা নিমজ্জিত

জেলায় গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নদীর পানি ঢুকে ফসলের মাঠ প্লাবিত হয়েছে। নিমজ্জিত হয়েছে আমনের বীজতলা। আমনের চাষাবাদও বন্ধ রয়েছে। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী এবার জেলায় এক লাখ ২২ হাজার ৯৯৪ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব জমিতে আমন আবাদের জন্য ১৫ হাজার ২৫০ হেক্টর জমিতে বীজতলা করা হয়। কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম জানান, কিন্তু প্রবল বর্ষণের কারণে অধিকাংশ এলাকার বীজতলা এখন ডুবে আছে। এতে বীজতলার চারাগুলোতে পচন ধরার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আমনের আবাদের মৌসুমে জমির চাষাবাদও বন্ধ হয়েছে। 
জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কায়সার আহমেদ জানিয়েছেন, আমাদের ২২টি পোল্ডারের ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের বেশকিছু এলাকায় ভাঙন কবলিত হয়েছে। জরুরি ভিত্তিতে আমরা সেসব এলাকার বাঁধ রক্ষায় ব্যবস্থা নিচ্ছি।
জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এলাকার খোঁজ-খবর রাখার জন্য বলেছি। অতি বর্ষণের কারণে সৃষ্ট প্লাবনের শিকার বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিএসএমএমইউয়ে শিক্ষা, চিকিৎসা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহবান

ব্রি হাইব্রিড-৭ জাতের আউশ ধানে বিঘায় ফলন ২৩ মণ