ভিতরে

বুড়িচংয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জেলার বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যেগে আজ বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০ টায় আনন্দপুর হযরত শাহসূফী ফকির আবদুস সালাম রহঃ এর মাজার প্রাঙ্গণে বিভিন্ন ওষুধী ৫০টি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূিচর উদ্বোধন করা হয়। উদ্ভোধন করেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম জাবির বাসসকে বলেন, গাছ আমাদের  নানা ভাবে সাহায্য করে। গাছ যে শুধু অক্সিজেন দেয় তা নয়, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু  পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ বিশেষ ভূমিকা রাখে। গাছ আমাদের পরম বন্ধু। গাছের তৈরি অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে আছি। তাই আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর আহাবান জানান তিনি। এই মৌসুমে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১ হাজার বিভিন্ন জাতের চারা রোপণ করবেন বলেও জানান তিনি। 
এ সময় উপস্থিত ছিলেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, আনন্দপুর পশ্চিম পাড়া হযরত সালাম শাহ রহঃ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ ইউছুফ রেজা, মুক্তিযোদ্ধা মোঃ আবদুল ওয়াদুদ,  মাজার শরীফ উন্নয়ন কমিটির সহসভাপতি মোঃ আলী আশরাফ, মাওলানা কাজী মোঃ আল ইমরান, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সদস্য মোঃ জুনাইদ ইসলাম আসিফ প্রমুখ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জয়পুরহাটে বিধিনিষেধ অমান্য করায় ২ লক্ষাধিক জরিমানা

বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত ॥ লামা-আলীকদমে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন