ভিতরে

বাইডেন রাশিয়ার ব্যাপারে ‘মৌলিকভাবে ভুল’ পথে হাঁটছেন : ক্রেমলিন

ক্রেমলিন বুধবার বলেছে, জো বাইডেন রাশিয়ার ব্যাপারে ‘মৌলিকভাবে ভুল’ পথে হাঁটছেন। ভøাদিমির পুতিন সমস্যার মধ্যে রয়েছেন এবং পারমাণবিক অস্ত্র ছাড়া দেশটির অর্থনীতির ‘কিছু’ নেই -মার্কিন প্রেসিডেন্টের এমন কথা বলার পর ক্রেমলিন এ ধরনের মন্তব্য করলো। খবর এএফপি’র।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এখানে আধুনিক রাশিয়ার ব্যাপারে ভুল উপলব্ধি করা এবং ভুল তথ্য তুলে ধরা হয়েছে।’
পেসকভ বলেন, রাশিয়া একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হলেও তারা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল এবং হ্যাঁ, আমাদের তেল ও গ্যাসক্ষেত্র রয়েছে।’
‘তবে রাশিয়ার কিছু নেই এমন কথা বলা মৌলিকভাবে ভুল।’
বাইডেন মঙ্গলবার বলেন যে পুতিন‘ প্রকৃত পক্ষে সমস্যায় রয়েছেন। তিনি এমন এক অর্থনীতির ওপর অবস্থান করছেন যে দেশটির পারমাণবিক অস্ত্র ছাড়া কিছুই নেই।’
মার্কিন এ নেতা আরো বলেন, ‘তিনি জানেন তিনি সমস্যার মধ্যে রয়েছেন।’
এদিকে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান তিক্ত সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে বুধবার জেনেভায় মার্কিন ও রাশিয়ার প্রতিনিধিরা নতুন করে আলোচনায় বসেন।
কৌশলগত এ সংলাপ অব্যাহত রয়েছে। আর এ সংলাপ পুতিন ও বাইডেনের মধ্যে প্রথম সম্মেলনের মধ্যদিয়ে সুইস এ নগরীতে গত মাসে শুরু হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাইডেনের সাথে হোয়াইট হাউসে বেলারুশের বিরোধী নেতার সাক্ষাৎ

ফ্রান্সে ক্যাফে, ট্রেনে ৯ আগস্ট থেকে এন্টি কোভিড পাশ চালু হচ্ছে