ভিতরে

দেবীদ্বারে ড্রেজার মেশিন ধ্বংস ।। ৫০ হাজার টাকা জরিমানা

জেলার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংসসহ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট গ্রামের শাহজাহান মেম্বারের বাড়ির পাশে ফসলী জমি নষ্ট করে বালি উত্তোলন করার অভিযোগে ওই অভিযান পরিচালিত হয়। পরে ড্রেজার মালিককে  ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুপ রতন সিংহ। 
এ বিষয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ বাসসকে বলেন, ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও মাটির ভূগর্ভস্থ নষ্ট করে কোন কাজ করা যাবেনা। দেবীদ্বার বনকোটে সরকারি আইন অমান্য করে, ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করায় ড্রেজার ধ্বংস ও ড্রেজার মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ গিয়াস উদ্দিন, ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কর্ণফুলী পেপার মিল পরিদর্শন করেছেন বিসিআইসি পরিচালক

চট্টগ্রামে পৌঁছেছে মর্ডানা ও সিনোফার্মার আরও ১ লাখ ৮৫ হাজার ডোজ ভ্যাকসিন