ভিতরে

সিলেট বিভাগে করোনায় মৃত ৭

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত একদিনে আক্রান্ত হয়েছে আরও ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে ৭ জনের।
আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭০৮ জনের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৪১৬, সুনামগঞ্জ ১২০, হবিগঞ্জ ৬৬ ও মৌলভীবাজার জেলার ১০৬ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ১ হাজার ৭৯১ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৭০৮ জনের ফলাফল পজিটিভ আসে। এতে বিভাগে সংক্রমনের হার হচ্ছে ৩৯ দশমিক ৫৩ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩৬ হাজার ৯১৮ জন।
এদিকে গত একদিনে মৃত ৭ জনের মধ্যে সিলেট জেলার ৬ ও হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুবরন করেন ৬৩৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫০৮, সুনামগঞ্জে ৪৭, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজার জেলার ৫৩ জন রয়েছেন। 
অপরদিকে গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থতার সংখ্যা হচ্ছে ২৯ হাজার ২২০ জন। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন রোগী। এ নিয়ে বর্তমানে মোট হাসপাতালে চিকৎসাধীন আছেন ৩৮০ জন। অপরদিকে গত একদিনে বিভাগে আরও ১৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৭৫৩ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভোলায় ৩১ জনকে করাদন্ড ও ১২০ জনকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু