ভিতরে

চট্টগ্রামে বিদেশি জাহাজের চোরাইতেলসহ গ্রেপ্তার দুই

 চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে চুরি করে এবং কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ডিজেল, অকটেন ও মবিল সংগ্রহ করে বিক্রির অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
গ্রেপ্তার দুজন হলেন চট্টগ্রামের ভূজপুর থানার হারুয়ালছড়ি এলাকার রূপন বড়ুয়ার ছেলে মিন্টু বড়ূয়া (৩০)। অন্যজন রাঙামাটি জেলার কোতোয়ালী থানার ভেদভেদী এলাকার মো. আবুল হাসানের ছেলে মো. শওকত (৩৬)। 
মঙ্গলবার র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, সোমবার রাতে পতেঙ্গার এয়ারপোর্ট ভিআইপি রোড এলাকায় অবৈধ একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দখলে থাকা টিনের ড্রাম ও প্লাস্টিকের কন্টেইনার হতে ২ হাজার ৭৫ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।’
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আগত জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল, অকটেন ও মবিল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই ডিজেলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

এফবিসিসিআই’র রংপুর স্বাস্থ্য বিভাগকে করোনার চিকিৎসা সামগ্রী প্রদান

মমেক হাসপাতালে এ পর্যন্ত ৮৯২ সিলিন্ডার অক্সিজেন প্রদান সংস্কৃতি প্রতিমন্ত্রীর