ভিতরে

মনোহরগঞ্জে লকডাউন বাস্তবায়নে পুলিশের অভিযান

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে চলমান লকডাউন বাস্তবায়ন করতে মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে অভিযান চালিয়েছে মনোহরগঞ্জ থানা পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার   মনোহরগঞ্জ বাজার, খিলা বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার, লক্ষণপুর বাজার, বাইশগাঁও বাজার, হাসনাবাদ বাজার, শান্তির বাজার, আশিরপাড় বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় হ্যান্ড মাইকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার জন্য আহবান জানানো হয়।
অভিযানে নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, মনোহরগঞ্জ থানার সকল উপপরিদর্শক (এস.আই), সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) ও পুলিশ কনস্টেবলগণ অংশ নেয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহাবুল কবির বাসসকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়ন করতে আমরা মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান  চালিয়েছি। লকডাউন বাস্তবায়নে আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার জন্য হ্যন্ড মাইকের মাধ্যমে  আহবান জানাচ্ছি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চৌদ্দগ্রামে ২৬ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

চৌদ্দগ্রামে করোনায় ফ্রি অক্সিজেন সেবা