ভিতরে

করোনা প্রতিরোধে গ্রাম পর্যায়ে মনিটরিং বাড়াতে হবে: ইকবালুর রহিম

বিশ্ব মহামারি  করোনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন ,সরকারের একার পক্ষে সম্ভব নয়।
আজ সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ইকবালর রহিম  কথা বলেন।
সবার সহযোগিতায় করোনাভাইরাস নিমুর্ল করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারি এখন গ্রাম পর্যায়েও ছড়িয়ে পড়েছে।  সেখানেও আমাদেরকে মনিটরিং জোরদার করতে হবে। গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে। তাহলে আমরা আরো সাফল্য  পাবো। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। তারই দুরদর্শী নেতৃত্বে আজ করোনার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকারের সভাপতিত্বে এবং দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সঞ্চালনায়  সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর সদর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, সমাজ সেবা অফিসার আসাদুজ্জামান, সুন্দরবন ইউনিয়ন চেয়ারম্যান অসোক কুমার রায়, শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম, আস্করপুর চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কমলপুর চেয়ারম্যান জুয়েলসহ অন্যান্য কর্মকর্তাগণ

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত

কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন : রাজধানীতে কড়া অবস্থানে পুলিশ-র‌্যাব