ভিতরে

ভোলায় ১২৪ জনের জরিমানা ও ১ জনের জেল

জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ১২৪ জনকে ৯৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আইন ভঙ্গ করার দায়ে সদর উপজেলায় ১ জনকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্পটে ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১১২ টি মামলায় এসব দন্ডাদেশ প্রদান করা হয়। 
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্িযাজস্ট্রেটরা অভিযানে নেতৃত্ব দেন। এসময় জনসচেতনতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও মাইকিং করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট আকিব ওসমান আজ সকালে বাসস’কে জানান, অভিযানের মধ্যে সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪ মামলায় ৫০ জনকে ৩৪ হাজার ৬০০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের জেল দেওয়া হয়। দৌলতখানে ১টি মোবাইল কোর্টে ২ মামলায় ২ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বোরহানউদ্দিনে ২১ মামলায় ২২ জনকে ১২ হাজার ৭০০ টাকা, লালমোহনে ১০ মামলায় ১০ জনকে জরিমানা করা হয় ৬ হাজার ৪০০ টাকা।
তিনি আরো জানান, তজুমদ্দিনে ১ টি মোবাইল কোর্ট চালিয়ে ১১ মামলায় ১২ জনকে ৭ হাজার ১০০ টাকা, চরফ্যাসনে ২টি মোবাইল কোর্টে ২২ মামলায় ২৫ জনকে ২১ হাজার ৪০০ ও মনপুরায় ৩ জনকে ১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জয়পুরহাটে বিধিনিষেধ অমান্য করায় ৪৫ হাজার ৭শ টাকা জরিমানা

চৌদ্দগ্রামে ২৬ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ