ভিতরে

ভারতে একদিনে করোনায় ৩৫,৩৪২ জন আক্রান্ত, নিহত ৪৮৩ জন

ভারতে একদিনে নতুন করে ৩৫ হাজার ৩৪২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৬২ জন। ২৪ ঘন্টায় মারা গেছে ৪৮৩ জন, এ নিয়ে মোট ৪ লাখ ১৯ হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে।
সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৫১৩ জন। যা মোট আক্রান্তের ১.৩ শতাংশ এবং করোনা পুনরুদ্ধারের হার ৯৭.৩৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমেছে ৩ হাজার ৮৮১ জন। 
বৃহস্পতিবার ১৬ লাখ ৬৮ হাজার ৫৬১ জনের করোনা টেস্ট হয়েছে। এ পর্যন্ত মোট দেশটিতে ৪৫ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৫৪৫ জনের টেস্ট সম্পন্ন হয়েছে। করোনা পজেটিভের হার ২.১২ শতাংশ। যা পর পর ৩২ দিনের মধ্যে দৈনিক হিসাবে ৩ শতাংশ কম। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হাইতির নিহত প্রেসিডেন্টকে শুক্রবার সমাহিত করা হচ্ছে

আফগান সীমান্তের ৯০ শতাংশের নিয়ন্ত্রণ নেয়ার দাবি তালেবানদের