ভিতরে

নড়াইলে হটলাইনে ফোন দিলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার

smart

করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সেবা চালু করা হয়েছে। এই সেবার জন্য হটলাইন চালু করা হয়েছে। ফোন দিলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় জেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি বাগুডাঙ্গা গ্রামে ৫টি অক্সিজেন সিলিন্ডার, অন্যান্য চিকিৎসা সেবাসহ ৪টি হট লাইন চালু করেন বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের সন্তান কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ছরোয়ার হোসেন।
কাজী ছরোয়ার বলেন, ২০১৯ সালের প্রথম দিকে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। বর্র্তমানে করোনার রোগী বেড়ে যাওয়ায় এই অক্সিজেন সিলিন্ডার সেবা দেয়ার জন্য হটলাইন চালু করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে ৪টি মোটরসাইকেল প্রস্তুত রাখা হয়েছে। হটলাইনে ফোন দিলেই পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। হটলাইনগুলো হলো-০১৭১-১১৩৬-৭০৮,(মনির) ০১৭৩-১০৮১-০৭৫ (আরিফ সিকদার), ০১৯৬-৭৫৪৮-২৯৮ (প্রশান্ত), ০১৯১-২৮৭৬-৯২৮ (অন্তর)।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জাপান আগামীকাল ২,৪৫,২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাঠাচ্ছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিভাজনে ফুটে আছে সারি-সারি ‘বাংলার চেরি’ ফুল