ভিতরে

ভোলায় কঠোর লকডাউন বাস্তবায়নে ৫২ জনকে জরিমানা

জেলায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ (লকডাউন) বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে প্রথম দিনে ৫০টি মামলায় ৫২ জনকে ৪৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা, লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্পটে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করা হয়। 
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেটরা অভিযানে নেতৃত্ব দেন। এসময় জনসচেতনতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
জরিমানার মধ্যে সদর উপজেলায় ৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩১ জনকে ২৯ মামলায় ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। লালমোহনে ১ টি মোবাইল কোর্টে ১১ মামলায় ১১ জনকে জরিমানা করা হয় ১০ হাজার ২০০ টাকা এবং তজুমদ্দিনে ১ টি মোবাইল কোর্ট চালিয়ে ১০ মামলায় ১০ জনকে ৯৫০ টাকা অর্থদন্ড করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মাগুরায় কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন

সিলেট বিভাগে করেনায় আরও ৮ জনের মৃত্যু