ভিতরে

আফগান প্রেসিডেন্টের ভাষণ দেয়ার প্রাক্কালে রাজধানীতে রকেট হামলা

People sell sacrificial animals ahead of the Muslim festival of Eid al-Adha along a roadside in Kabul on July 19, 2021. (Photo by SAJJAD HUSSAIN / AFP)

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহার ছুটি শুরু উপলক্ষে মঙ্গলবার প্রেসিডেন্ট আশরাফ ঘানি ভাষণ দেয়ার প্রাক্কালে আফগান রাজধানীতে কমপক্ষে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আফগানিস্তানে থাকা মার্কিন মিশনসহ বিভিন্ন দূতাবাস এবং কঠোর নিরাপত্তা বেষ্টিত ‘গ্রীন জোনে’ অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে স্থানীয় সময় সকাল ৮ টার দিকে এসব রকেট হামলা চালানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইজ স্তানিকজাই বলেন, ‘আজ আফগানিস্তানের শত্রুরা কাবুল নগরীর বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে।’
‘রকেট গুলোর সবক’টি তিনটি ভিন্ন ভিন্ন স্থানে আঘাত হানে। প্রাথমিকভাবে জানা যায় এসব রকেট হামলায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে আমাদের দল তদন্ত করছে।’
এ রকেট হামলার কয়েক মিনিট পর ঘানি তার সরকারের কতিপয় শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে ভাষণ দেয়া শুরু করেন।
অতীতে অনেক বার প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। সর্বশেষ গত ডিসেম্বরে প্রসাদটি লক্ষ্য করে রটেক ছোড়া হয়েছিল।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রকেটের জবাবে কামান

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সিরিয়া