ভিতরে

বিএসএমএমইউয়ে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বিএসএমএমইউ ক্যাম্পাসের টিএসসি প্রাঙ্গণে পেয়ারা গাছ লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ । 
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে ও জলবায়ুর ক্ষতিকর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচীর উপর গুরুত্ব দিয়েছেন। 
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে এবং কেউ যদি একটি গাছ কাটে কমপক্ষে ১০টি গাছের চারা  তাকে রোপণ করতে হবে। 
বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে শতাধিক ঔষধি, ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়। 
গাছের চারার মধ্যে রয়েছে- অর্জুন, নিম, পেয়ারা, কাঁঠাল, জাম, কদবেল, নারিকেল, আমলকি, চালতা, আমড়া, জাম্বুরা, বেল, তেজপাতা, রঙ্গন, গন্ধরাজ, হাসনাহেনা, টগর ইত্যাদি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১শ’ অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ১,১১,১২,৮৫৫ মানুষ টিকার আওতায় এসেছে