ভিতরে

সিলেট বিভাগে একদিনে করোনায় মৃত্যু ৯, আক্রান্ত ৫৮৪ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সিলেট বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। আর এসময়ে আক্রান্ত হয়েছেন আরও ৫৮৪ জন।
আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রাপ্ত তথ্যনুসারে, গত একদিনের ব্যাবধানে আবারো সিলেট বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু হলো। এর আগে ১৪ জুলাই ও  ৭ জুলাই একই সংখ্যক লোক করোনায় মৃত্যুবরণ করেন সিলেট অঞ্চলে। 
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৮৪ জন, একই সময়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ২৪৩ জন, হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন করোনা রোগী। করোনায় মৃত ৯ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার, সুনামগঞ্জ ১ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট ৫৫৫ জন মৃত্যুবরণ করলেন। মৃতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সিলেট জেলায় ৪৪৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬  মৌলভীবাজার জেলার ৪২ জন রয়েছেন। গত একদিনে করোনায় আক্রান্ত ৫৮৪ জনের মধ্যে সিলেট জেলার ৩১৩, সুনামগঞ্জ ৩৮, হবিগঞ্জ ১২০ ও মৌলভীবাজার জেলার ১১৩ জন রয়েছেন। 
এই বিভাগে গত একদিনে মোট ১ হাজার ২৯৮ জনের করোনা পরীক্ষা করে ৫৮৪ জনের ফলাফল পজিটিভ আসে, এতে সংক্রমণের শতকরা হার হচ্ছে ৪৪.৯৯ ভাগ। 
এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ১৩ জনে। অপরদিকে করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৫৯ জন। 
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হওয়া ২৪৩ জনকে নিয়ে বিভাগে করোনা থেকে ইতোমধ্যে মোট সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৩৮ জন। 
গত একদিনে আরও ২১০ জনকে  হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায়  মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ১৩২ জন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

নড়াইলের লোহাগড়ায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ