ভিতরে

নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার আজমার খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬০ লাখ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করে কোস্টগার্ড। এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। 
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 
বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় হাতিয়ার আজমার খাল থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। পরে, পোনাসমূহ  উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে শুক্রবার সকাল ৭ টায় উপজেলার তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, এত পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায় নি। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত ৩৭ হাজার পশু

সিলেট বিভাগে একদিনে করোনায় মৃত্যু ৯, আক্রান্ত ৫৮৪ জন