ভিতরে

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে দুই ডোজ টিকা ‘অত্যাবশ্যক’ : ইএমএ

ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন পর্যবেক্ষণ সংস্থা বুধবার জানিয়েছে, করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা পেতে ভ্যাকসিন প্রস্তুতকারকদের অনুমোদিত দুই ডোজ টিকা ‘অত্যাবশ্যক’। ফলে তারা টিকাদান কর্মসূচি জোরদার করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানায়, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা পেতে কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’
তারা আরো জানান, ‘এক্ষেত্রে সর্বোচ্চ ধাপের সুরক্ষা পেতে সুপারিশ করা টিক কোর্স গ্রহণ করা অত্যাবশ্যক।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

গোপালগঞ্জে ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিএসএমএমইউয়ে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ২৩ জনের পরীক্ষা সম্পন্ন