ভিতরে

চাঁদপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন দিয়েছে আবুল খায়ের গ্রুপ

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ একেবারে শেষ পর্যায়ে। এটি এখন চালুর জন্য প্রস্তুত হয়েছে। এমন সময় আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে হাসপাতালে ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডার অক্সিজেন পাঠানো হয়েছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ জানান, বুধবার বিকেলে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর সদর হাসপাতালকে ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডার পাঠানো হয়েছে। এর একটি সিলিন্ডার থেকে ছয়টি ছোট সিলিন্ডারে সরবরাহ করা যাবে।
চাঁদপুর সরকারি হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, দুই দিনের মধ্যে কম্প্রেসার মেশিন চলে আসবে। কোনো যান্ত্রিক সমস্যা না হলে বৃহস্পতিবার বা শুক্রবার অক্সিজেন প্ল্যান্টটিতে অক্সিজেন উৎপাদন ও সরবরাহ শুরু হবে। ফলে করোনা রোগীর সদর হাপসাতালে অক্সিজেনের আর কোনো সমস্যা হবে না। 
ডা. শাখাওয়াত বলেন, সদর হাসপাতালকে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে আবুল খায়ের গ্রুপ। এখন থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হবে। এতে সদর হাসপাতালের অক্সিজেন সমস্যার সমাধান হতে যাচ্ছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনা সংক্রমণরোধে বুথ অন্যতম সহায়ক অবলম্বন : চসিক মেয়র

প্রধানমন্ত্রীর প্রণোদনা নিয়ে স্বজনপ্রীতি সহ্য করা হবে না : ওবায়দুল কাদের