ভিতরে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যায়ের পরিচালক ড. ইমরুল কায়েস

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইমরুল কায়েসকে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন) হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য ড. ইমরুল কায়েসকে এ পদে নিযুক্ত করা হয়। তিনি বর্তমানে বাংলাদেশ উদ্যানতত্ত্ব বিজ্ঞান সমিতির দফতর সম্পাদক।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে জন্ম গ্রহণ করেন ড. ইমরুল কায়েস। তার অর্ধশতাধিক গবেষণা কর্ম দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি চীনের ন্যানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ফ্রুট ক্রপ জিনোমিক্স-এপিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রথম ও দ্বিতীয় মেয়াদে চার বছর প্রভোস্ট, বিভাগীয়প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিএসএমএমইউ’য়ে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ হাজার ৫৫৪ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার আহ্বান