ভিতরে

এসপি পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
বদলি হওয়া ৯ কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগরের গুলশান বিভাগে উপ-কমিশনারের দায়িত্বে থাকা সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়ার এসপি, বগুড়ার এসপি মো. আলী আশরাফ ভুঞাকে বরিশাল মহানগর পুলিশে, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে পিরোজপুরের এসপি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মহানগর পুলিশে, পুলিশ সদর দপ্তরের আরেক এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালীর এসপি, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে ঢাকার এসবিতে বদলি করা
হয়েছে।
এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের ৪ নম্বর ইউনিটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে এক নম্বর ইউনিটে বদলি করা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সমুদ্রপথে অবৈধ বিদেশগমন রোধে কঠোর পদক্ষেপ নেয়ার সুপারিশ

জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন