ভিতরে

স্বেচ্ছাসেবী সংগঠন ” হেল্প চাঁপাই ” এর উদ্দ্যোগে করোনা চিকিৎসায় ১০ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রদান।

চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধিঃ শাহনেওয়াজ দুলাল, তাং ১১/৭/২১ রবিবার

স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাই এর উদ্দ্যোগে সদর হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের চিকিৎসায় ইনজেকশন, অক্সিজেন ফ্লো মেশিন,অক্সিজেন মাস্ক সহ প্রায় ১০ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। জেলা আওয়ামী লীগের সদস্য ও হেল্প চাঁপাই এর সভাপতি এবং এপেক্স ডেটা ম্যানেজমেন্ট ও আইটির কান্ট্রি ডিরেক্টর জারা জাবীন মাহবুবের পক্ষে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেন হেল্প চাঁপাই এর নেতৃবৃন্দ।সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে দুপুর ১২ টায় এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী ও জেলা বিএমএর সভাপতি ডাঃ দুরুল হোদা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন, সদস্য ফাইজার রহমান কনক, জেলা স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন ও হেল্প চাঁপাই এর সাধারণ সম্পাদক জিলহাজ সহ অন্যান্যরা।উল্লেখ্য করোনা দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সদর হাসপাতালে হেল্প চাঁপাই এর উদ্দ্যোগে প্রায় ১২ লক্ষ টাকার ওষুধ,অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসার অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভবনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু

অনলাইনে পশু বিক্রি এখন কুমিল্লা জেলা-উপজেলায়