ভিতরে

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি

উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আজ গণমাধ্যমকে জানানো হয়, গত ৫ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক পত্রে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সম্প্রতি আমার বাংলাদেশ সফরে আপনার উদার আতিথেয়তা অত্যন্ত স্মরণীয়।’
মোদি বলেন, কোভিড-১৯ মহামারির কারণে বিভিন্ন বাধা সত্ত্বেও দুই দেশের মধ্যকার সহযোগিতা ও  দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত রয়েছে।
এতোসব বাধার পরও পরবর্তী আলোচনা ও উদ্যোগ গ্রহণ করায় ভারতীয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। 
প্রধানমন্ত্রীর কাছে লেখা পত্রে মোদি লিখেছেন, ‘পারস্পরিক সহযোগিতার বিষয়ে আমি আমার সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত  করছি।’
এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬০টি কার্টনে করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যন্য নেতৃবৃন্দের জন্য ২ হাজার ৬শ’ কেজি আম পাঠান।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ১০ লাখ, মৃত্যু ১৬ হাজার

সৌদি আরবে আগামী ২০ জুলাই ঈদুল আযহা