ভিতরে

বিধিনিষেধের নবম দিনে ঢাকায় ৫৮৫ জন গ্রেফতার

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের নবম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৫৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা  মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২৯ জনকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৪১৪টি গাড়ির ৮লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনে স্মারক খাম ও বিশেষ ডাকটিকেট প্রকাশ

সাহারা খাতুন আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবেন : আমু