ভিতরে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মিত হচ্ছে আধুনিক উপজেলা কমপ্লেক্স

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষে জেলার রাণীশংকৈলে নির্মিত হচ্ছে আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ও আধুনিক উপজেলা পরিষদ মিলনায়তন। 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি’র) আওতায় ৪ কোটি ৭৮ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ও মিলনায়তন। নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে ঢাকার সাজীন কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বৃহস্পতিবার যৌথভাবে উদ্বোধন করেন। 
উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল আলম জানান, আধুনিক এ কমপ্লেক্সে উপজেলা পরিষদ, ইউএনও এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয় হবে। 
উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর মুজিববর্ষে রাণীশংকৈল উপজেলা আধুনিক মানসম্মত হলরুম ভবনসহ পেতে যাচ্ছে যা আমাদের আধুনিকতার ছোঁয়ায় বদলে যাবে উপজেলা পরিষদের দৃশ্য। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

অনলাইনে কোরবানী পশু বিক্রিতে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগ

কুমিল্লার মুরাদনগরে তিনটি ড্রেজার মেশিন জব্দ