ভিতরে

কুমিল্লার মুরাদনগরে তিনটি ড্রেজার মেশিন জব্দ

অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় জেলার মুরাদনগরে তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পশ্চিম এলখাল বিল থেকে ৩ টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের কাউকে পাওয়া যায়নি। 
স্থানীয় কৃষকরা জানায়, এসব ড্রেজারের জন্য জমিতে আগের মতো এখন আর ধান চাষ করা যায় না, আস্তে-আস্তে সব ফসলি জমি নষ্ট করে ফেলছে এইসব ভুমিদুস্যরা। 
এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বাসসকে বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যন্ত ক্ষতিকর, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। ড্রেজার বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মিত হচ্ছে আধুনিক উপজেলা কমপ্লেক্স

মোংলায় অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন : বৃদ্ধি পাবে বন্দরের সক্ষমতা