ভিতরে

সেজান জুস কারখানায় আগুনের কারণ অনুসন্ধান করছে পিবিআই

জেলার রুপগঞ্জের সেজান জুস কারখানায় আগুন কিভাবে লেগেছিলো? এটি নিছক দুর্ঘটনা? না মালিকপক্ষের গাফিলতি ছিলো পেছনে? নাকি প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে রয়েছে কোনো দ্বন্দ্ব? এসব কিছুই তদন্ত করে দেখবে পিবিআই।
পিবিআই’র নারায়ণগঞ্জের পুলিশ সুপার মনিরুল ইসলাম বাসসকে জানান, এ আগুনের কারণ অনুসন্ধান বেশ গুরুত্বপূর্ণ। কারণ এতে যদি মালিকপক্ষের গাফিলতি থাকে তাহলে আইন অনুযায়ী মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা হবে। প্রতিষ্ঠানের সে ত্রুটিগুলি যাতে এ প্রতিষ্ঠানে বা অন্য প্রতিষ্ঠানে না থাকে শ্রমিক নিরাপত্তার জন্য সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠানে আগুন দুর্ঘটনা প্রতিরোধে কিছু সতর্কতামূলক ব্যবস্থার নেয়ার আইন রয়েছে। এ প্রতিষ্ঠানে সে ব্যবস্থা নেয়া হয়েছিলো কিনা সেটিও আমরা দেখবো। এছাড়া নাশকতার বিষয়টিও আমরা মাথায় রেখে অনুসন্ধান করছি। তিনি জানান, বৃহস্পতিবার থেকেই তারা প্রযুক্তির সহায়তা নিয়ে ও প্রতিষ্ঠানের বিভিন্ন স্থান পরিদর্শন করে এ অনুসন্ধান শুরু করেছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আগুনে নিহতদের ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে : শ্রম প্রতিমন্ত্রী

রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ জন নিহত ॥ আহত অর্ধশতাধিক