ভিতরে

সিলেট বিভাগে করোনার সর্বোচ্চ রেকর্ড, একদিনে আক্রান্ত ৪৪২ জন

সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, গত একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪২ জন, যাহা করোনার শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে করোনায় আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৭৩, সুনামগঞ্জের ৫৬, হবিগঞ্জের ৪৬ ও মৌলভীবাজার জেলার ৬৭ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে বিভাগের মধ্যে মোট ১হাজার ৪৪২ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪৪২ জনের ফলাফল পজিটিভ আসে, এতে আক্রন্তে র মোট শতকরা হার ৪৩.১২ ভাগ, জেলা ভিত্তিক আক্রান্তের শতকরা হচ্ছে সিলেট জেলায় ৪৮.২৩, সুনামগঞ্জ ২৯.১৭, হবিগঞ্জ ৩৫.৩৮ ও মৌলভীবাজার জেলায় ৪৮.৯১ ভাগ। আগেরদিন বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩৮৯ জন যাহা মোট শতকরা আক্রান্তের হার ছিলো ৪০.১৪ ভাগ।
এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৮০৫, সুনামগঞ্জে ৩ হাজার ২২৯, হবিগঞ্জে ৩ হাজার ৪৮ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ৪৬৫ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৫ ও মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগের চার জেলায় আক্রান্ত হয়ে মোট ৫১১ মৃত্যুবরন করেছেন, এর মধ্যে সিলেট জেলায় ৪১৫, সুনামগঞ্জ ৩৫, হবিগঞ্জ ২২ ও মৌলভীবাজার জেলার ৩৯ জন রয়েছেন।
অপরদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩৬ জন। এপর্যন্ত বিভাগের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬১৪ জন।এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৮৪৮, সুনামগঞ্জ ২ হাজার ৮৬৬ হবিগঞ্জ ২ হাজার ১২৯ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৭১ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬ জন, এনিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ৫৫১ জন  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে সিলেট জেলার ৪৮৬, সুনামগঞ্জের ৩৪, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজার জেলায় ২৫ জন রয়েছেন। এসময় বিভাগে আরও ১৯৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এপর্যন্ত বিভাগে সর্বমোট  হোম কোয়ারেন্টাইনরত আছেন ১হাজার ৩৪২ জন, এর মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৩০৬ ও মৌলভীবাজার জেলায় ৩৬ জন রয়েছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নোয়াখালীতে ডাকাত সর্দারসহ আটক ৩ : অস্ত্র ও গুলি উদ্ধার

বান্দরবানে হোটেল-মোটেল কর্মচারিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ