ভিতরে

ভারতে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩ হাজার ৩৯৩, মৃত্যু ৯১১ জনের

ভারতে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ হাজার ৩৯৩ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এবং ৯১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার ৯৫০ জন এবং মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৭২৭ জন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে এ কথা বলা হয়। 
দেশটিতে মোট আক্রান্তের মধ্যে সক্রিয় রোগীর হার ১.৪৯ শতাংশ এবং জাতীয় করোনা পুনরুদ্ধার হার ৯৭.১৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৭৭ জন কমেছে। 
বৃহস্পতিবার ১৭ লাখ ৯০ হাজার ৭০৮ জনের করোনা টেস্ট করা হয়েছে। এ পর্যন্ত মোট ৪২ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৬০৫ জনের টেস্ট সম্পন্ন হয়েছে। করোনা আক্রান্তের হার ছিল ২.৪২ শতাংশ। পর পর ১৮ দিনে এই হার কমে দাঁড়িয়েছে ২.৩৬ শতাংশ। 
স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, এই রোগে সুস্থ লোকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ২ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ২৮৪ জন। এ ক্ষেত্রে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৩২ শতাংশ। দেশব্যাপী এ পর্যন্ত ৩৬.৮৯ কোটি লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

হাইতির প্রেসিডেন্ট হত্যায় জড়িত ২৮ জন : হাইতি পুলিশ

বগুড়ায় কোরবানীর পশু কেনা-বেচায় ফেসবুক পেইজ