ভিতরে

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা আর নেই

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ আলোকচিত্রী গোলাম মুস্তাফা আর নেই।  আজ সকাল ৯টার দিকে তিনি ইস্কাটনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
গোলাম মুস্তাফার বয়স হয়েছিল ৮০ বছর। 
বিশিষ্ট আলোকচিত্রী রফিকুর রহমান রেকু এই তথ্য জানিয়ে বলেন, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এই আলোকচিত্রীর প্রয়াণে তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। 
বরেণ্য এ আলোকচিত্রী বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’র (বিপিএস)  সম্মানিত স্থায়ী পরিষদ প্রধান ও ‘ফটোগ্রাফি’ পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে ডাইরেক্টর অব ফটোগ্রাফির দায়িত্বও পালন করেন। 
গোলাম মুস্তাফা আলোকচিত্রে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক ও ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পদক লাভ করেন।
মরহুমের নামাজে জানাজা রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। 

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু

মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনে স্মারক খাম ও বিশেষ ডাকটিকেট প্রকাশ