ভিতরে

সিলেট বিভাগে একদিনে করোনায় আক্রান্ত ৩৮৯, মৃত্যু ৩ জন

সিলেট বিভাগে একদিনে করোনাভাইরাসে নতুন করে ৩৮৯ আক্রান্ত হয়েছেন, এবং মৃত্যু হয়েছে ৩ জনের।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এতথ্য নিশ্চিত করেছে। 
এতে বলা হয় আজ সকাল ৮টা পর্যন্ত গত একদিনে করোনায় সিলেট বিভাগে মৃত ৩ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৫০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১০, সুনামগঞ্জের ৩৫, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজার জেলার ৩৮ জন রয়েছেন। 
এদিকে গত একদিনে সিলেট বিভাগের চার জেলায় ৯৬৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৭৩ জন, হবিগঞ্জে ৩ হাজার ২ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ৩৯৮ জন রয়েছেন।
অপরদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এদেও মধ্যে সিলেট জেলায় ১০৮, সুনামগঞ্জের ৮ ও হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন। 
এপর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭২৪, সুনামগঞ্জের ২ হাজার ৮৬৬, হবিগঞ্জের ২ হাজার ১২৫ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৬৩ জন রয়েছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বরগুনায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

সিলেটে আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের ইন্তেকাল