ভিতরে

বিসিক ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণ করেছে

কোভিড মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে সারাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ৫০ কোটি টাকা প্রণোদনা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সারাদেশে বিসিকের ৬৪টি জেলা কার্যালয়ের মাধ্যমে ৪৯০ জন নারী ও ৯২৬ জন পুরুষ উদ্যোক্তার মাঝে এই ঋণ বিতরণ করা হয়।
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এ বিষয়ে বাসস’কে বলেন, ‘কোভিড অতিমারি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের সহজশর্তে জামানাত ছাড়াই প্রণোদনার ঋণ দেয়া হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত এবং উৎপাদনশীল কাজে নিয়োজিত কেবল সেসব উদ্যোক্তাদের বাছাই করে ঋণ প্রদান করা হয়।’
তিনি জানান, বিসিকের  অনুকূলে ২০২০-২১ অর্থবছরের জন্য আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় অর্থ মন্ত্রণালয় বিশেষ অনুদান বাবদ ৫০ কোটি টাকা প্রদান করে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আলোচ্য সময়ের মধ্যে ঋণ বিতরণ শেষ করা হয়েছে।
বিসিক চেয়ারম্যান আরও বলেন, সারাদেশে ক্ষুদ্র ও কটির উদ্যোক্তাদের ঋণের অনেক চাহিদা। এজন্য বিসিকের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের নিকট আরও ২৫০০ কোটি টাকা প্রদানের অনুরোধ করা হয়েছে। ব্যাংকের তুলনায় উদ্যোক্তারা বিসিকের ঋণ সহজে পাচ্ছেন, তাই এর চাহিদা বেশি বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের জন্য চলতি অর্থবছরের জন্য বিসিকের অনুকূলে আরও ৫০ কোটি টাকা  বরাদ্দ করেছে অর্থমন্ত্রণালয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করলো ওয়ানডে ও টি-২০ দল

অর্থনীতিতে নারী সম্পৃক্ততা আরো বাড়লে ক্ষমতায়ন ও উন্নয়ন টেকসই হবে : ইন্দিরা