ভিতরে

ঝালকাঠিতে ঈদ-উল আযহায় ৪৬ হাজার ২৪৯টি পরিবারকে খাদ্য সহায়তা পাবে

জেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকার ৪৬ হাজার ২৪৯টি অস্বচ্ছল পরিবারকে শুভেচ্ছা হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় পরিবার প্রতি ১০ কেজি করে চাল প্রদান করবে।
এ লক্ষে ইতিমধ্যে ঝালকাঠি জেলায় ৪৬২ দশমিক ৪৯ মে.টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, জেলার সদর উপজেলায় ১৩হাজার ৩০৬টি পরিবার, নলছিটি উপজেলায় ১০হাজার ২৯৫টি পরিবার, রাজাপুর উপজেলায় নয়হাজার ৭৪টি পরিবার এবং কাঁঠালিয়া উপজেলায় পাঁচহাজার ৮৭২টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে। তিনি জানান, এছাড়াও ঝালকাঠি পৌরসভায় চারহাজার ৬২১টি পরিবার এবং নলছিটি পৌরসভায় তিনহাজার ৮১টি পরিবার এই খাদ্য সহায়তা পাবে।
তিনি আরও জানান, ইতিমধ্যে জেলা প্রশাসন উপজেলা পর্যায়ে ও দুইটি পৌর এলাকার সুবিধাভোগীদের নামের তালিকা চেয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ সহায়তা ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কাউন্সিলরদের মাধ্যমে তালিকা করে বিতরণ করবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বাগেরহাটে সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে ভ্রাম্যমাণ সবজি বাজার চালু

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে করোনা পরীক্ষা শুরু