ভিতরে

ভারতীয় অলিম্পিক দলের প্রতি শুভকামনা জানিয়ে টেন্ডুলকারের টুইট

আসন্ন টোকিও অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী পুরো ভারতীয় দলকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন দেশটির ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার। এক ভিডিও বার্তায় টেন্ডুলকার বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরে অংশগ্রহণকারী পুরো ভারতীয় দল গত এক বছর যাবত যে কঠোর পরিশ্রম করেছে তার প্রশংসা করেছেন।
গত বছর করোনা মহামারীর কারনে অলিম্পিক গেমস এক বছরের জন্য বাতিল ঘোষনা করা হয়েছিল। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে পিছিয়ে যাওয়া এই গেমস। ভিডিও বার্তায় টেন্ডুলকার বলেন, ‘অলিম্পিকে আমরা যখন ভারতীয় কোন প্রতিনিধি দেখি তখন সকলেই শিহরিত হই। এটা অলিম্পিক, এর সাথে অন্য কোন কিছুর তুলনা হয়না। ভারতীয়রা সেখানে প্রতিনিধিত্ব করে আমাদের গর্বিত করেছে। আমরা সকলেই তাদের সমর্থনের জন্য আছি।’
৪৪ সেকেন্ডের ভিডিওতে ভারতীয় এ্যাথলেটদের পাশে থাকার জন্য সকল ভারতীয় নাগরিকের প্রতি তিনি আহবান জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় টেন্ডুলকার আরো বলেন, ‘এই ক্রান্তিকালীণ সময়ে সবাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, এ্যাথলেটরাও এর ব্যতিক্রম নয়। কিন্তু তারা পিছিয়ে পড়েনি। প্রস্তুতি চালিয়ে গেছে। আমি জানি টোকিও গেমসে নিজেদের সেরাটা দেবার জন্য তারা মুখিয়ে আছে। জয় এবং পরাজয়ের মধ্যে একটি মিলিসেকেন্ড পার্থক্য গড়ে দেয়। আর এজন্য সারা বছর জুড়ে আমাদের এ্যাথলেটরা পরিশ্রম করেছে। এই মুহূর্তে আমাদের সমর্থন ও শুভকামনা তাদের প্রয়োজন। চল সবাই মিলে ভারতকে উৎসাহিত করি।’ 
টোকিও গেমসে এবার ১০০রও বেশী ভারতীয় এ্যাথলেট বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। ভারতীয় অলিম্পিক এসোসিয়েশন সোমবার ঘোষনা দিয়েছে টোকিওতে উদ্বোধনী অনুষ্ঠানে এবার ভারতীয় পতাকা বহন করবেন কিংবদন্তী বক্সার ম্যারি কম ও ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মানপ্রিত সিং। সমাপনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহন করবেন বিশ্বের দুই নম্বর কুস্তিগীর বাজরাং পুনিয়া।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ইরাকের উত্তরাঞ্চলে বিমানবন্দরে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভিআইপি প্রবেশের অনুমতি থাকলেও কোন দর্শক থাকছে না