ভিতরে

ফেনীতে ১শ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (শিশু খাদ্য) পেল সরকার পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শ জন শিক্ষার্থী। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। 
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রজত বিশ্বাস, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা আক্তার সানামসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বিবেচনা করে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, ঈদ উপহারের প্রতি প্যাকেটে রয়েছে ১কেজি চিনিগুড়া চাল, ১ কেজি চিনি, ১ কেজি সূজী, ২০ প্যাকেট বিস্কুট, ২০ প্যাকেট কেক, ২ প্যাকেট লাচ্ছাসেমাই, ২৫০ গ্রাম গুড়ো দুধ, ২০০ গ্রাম  বাদাম।
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা আক্তার সানাম জানান, করোনায় বিদ্যালয় বন্ধ থাকায় তালিকা অনুসারে শিক্ষার্থীদের কাছে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেয়া হচ্ছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মেহেরপুরে কন্দাল জাতের লতিকচু চাষে লাভবান কৃষক

ফেনীতে অক্সিজেনের রিফিল বোতলের চাহিদা বেড়েছে তিনগুণ