ভিতরে

ইরাকের উত্তরাঞ্চলে বিমানবন্দরে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় আর্বিল নগরীতে আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চালানো হয়েছে। 
আমেরিকান কনস্যুলেটের একেবারে কাছে এ হামলা চালানো হয়। কুর্দিস্তান কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্বায়ত্বশাসিত ইরাকি কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসবাদ বিরোধী ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, গ্রিনিচ মান সময় ১৯৩০ টার দিকে এ ড্রোন হামলা চালানো হয়। তবে এতে হতাহত বা ব্যাপক ক্ষতি হয়নি। সেখানে হামলার পরপরই দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
গত এপ্রিলেও আর্বিল বিমানবন্দর লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চালানো হয়েছিল। সেখানে ইসলামিক স্টেট জিহাদি গ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আন্তর্জাতিক জোটের সামরিক ঘাঁটি রয়েছে।
এ বছরের শুরু থেকে আফগানিস্তানে মার্কিন স্বার্থ লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়। জোটের অংশ হিসেবে দেশটিতে আড়াই হাজার আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে।
সোমবার মার্কিন বাহিনী বাগদাদে দেশটির দূতাবাসের ওপর সশস্ত্র ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। সেখানে মার্কিন সৈন্য রয়েছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরাকে মার্কিন স্বার্থ লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলার বিষয়ে তথ্য দেয়ার জন্য ৩০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনা মোকাবেলায় ডব্লিওএইচও’র তহবিল ঘাটতি ১৬.৮ বিলিয়ন মার্কিন ডলার

ভারতীয় অলিম্পিক দলের প্রতি শুভকামনা জানিয়ে টেন্ডুলকারের টুইট